ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার 

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকা আসছেন। মিলার প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। আজ রবিবার বিকালে মিলার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেন মিলার। পররাষ্ট্র দফতরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন।

রাষ্ট্রদূত মিলার শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুই প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচনের আগে এরশাদ আবার সিএমএইচে: গণমাধ্যমে জল্পনা
পরবর্তি সংবাদহাজি আবদুল ওয়াহাব রহ.-এর বিদায় : দেশের শীর্ষ আলেমদের শোক ও স্মরণ