ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ সেটা আপনারা (নির্বাচন কমিশন) খতিয়ে দেখবেন। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান একজন পলাতক দণ্ডিত অপরাধী। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনার দেশবাসীর প্রতি অনুরোধ রইল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
