থার্টিফার্স্ট নাইটে বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : এবার থার্টিফার্স্ট নাইটে কোনো প্রকার অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় এমনকি বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না।

তিনি বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

তবে নির্বাচনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদএকজন হাজি আবদুল ওয়াহাব সাহেব : জীবনজুড়ে যার তাবলিগ
পরবর্তি সংবাদপ্রমাণ পেলে তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন : রফিকুল ইসলাম