ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাসোগির হত্যাকারী কে তা আগামী দুই দিনের মধ্যেই জানা যাবে।
গতকাল শনিবার দাবানলে ক্যালিফোর্নিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।
ট্রাম্প বলেন, এই হত্যাকাণ্ড ‘কে ঘটিয়েছে’ সে ব্যাপারে একটি ‘পূর্ণাঙ্গ প্রতিবেদন’ সোমবার বা মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ হবে।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন সৌদি নাগরিক জামাল খাসোগি। শুরুতে অস্বীকার করলেও গত ১৯ অক্টোবর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে খাসোগির মৃত্যু হয়।
দু’দিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবেইর।
এই ঘটনা কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও তাদের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।
এদিকে সৌদি আরব এই হত্যা নিয়ে আলোচনায় ইতি টানার আহবান জানিয়েছে। তবে এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহবান প্রত্যাখান করেছে তারা।
