ইসলাম টাইমস ডেস্ক : ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির নির্বাচনী কার্যক্রমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অংশগ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছুকে মনিটরিং করার নিজস্ব ক্যাপাসিটি নেই। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলবো। আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা কমিশন বসে আমরা কি করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
আজ রোববার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, বিএনপির মামলাসংক্রান্ত তালিকা তারা এখনো দেখেননি। তালিকা দেখে যদি মনে হয় যে হয়রানিমূলক মামলা করা হয়েছে, তাহলে পুলিশকে নির্দেশনা দেওয়া হবে যেন হয়রানিমূলক মামলা না দেওয়া হয়। হয়রানিমূলক মামলা দেওয়া হলে কিছুটা হলেও নির্বাচনের পরিবেশ নষ্ট হয়।
আজ সকাল ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমানের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান নির্বাচন কমিশনকে। এর কয়েক ঘণ্টার মধ্যে ব্যবস্থাগ্রহণের ঘোষণা দিলেন একজন নির্বাচন কমিশনার।
তারেকের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখুন : ওবায়দুল কাদের
