হাজি আবদুল ওয়াহাব রহ.-এর বিদায় : দেশের শীর্ষ আলেমদের শোক ও স্মরণ

আতাউর রহমান খসরু ।।

তাবলিগ জামাতের আলমি শুরার আমির হাজি আবদুল ওয়াহাব রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ আলেমগণ। তারা বলেন, হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালে আমরা এক মহীরূহের ছায়া হারালাম। তিনি তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দ্বীনের প্রচার ও প্রসারে তার ত্যাগ ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

হাজি আবদুল ওয়াহাব রহ.-এর ইন্তেকালের প্রেক্ষিতে যোগাযোগ করলে তারা ইসলাম টাইমসকে এসব কথা বলেন।

সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী বলেন, ‘হাজি আবদুল ওয়াহাব রহ. ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ দাঈ। তিনি তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হলো।’

তিনি আরও বলেন, ‘হাজি আবদুল ওয়াহাব রহ. আলেম ছিলেন না। কিন্তু আল্লাহ তাকে দ্বীনি কাজের জন্য কবুল করেছিলেন। আল্লাহ তায়ালা তার মাধ্যমে আলেমের খেদমত নিয়েছেন। আলেমদের খুব সম্মান করতেন এবং আলেমদের সঙ্গে পরামর্শ করে কাজ করতেন। আলেমরাও তাকে সম্মান ও সমীহ করতেন।’

আল্লামা আশরাফ আলী স্মৃতিচারণ করে বলেন, ‘বহু বছর আগে ঢাকায় তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। স্মৃতিগুলো খুব ভালো মনে নেই। তবে এতোটুকু মনে আছে, আমি তাকে একজন নিবেদিত প্রাণ দাঈ ও বিনয়ী মানুষ হিসেবে পেয়েছিলাম। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে ধৈর্য্য ধারনের তাওফিক দান করুন। আমিন।’

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং রাবেতা আলম আল ইসলামির স্থায়ী সদস্য আল্লামা আবদুল হালিম বোখারি বলেন, ‘নিঃসন্দেহে আবদুল ওয়াহাব রহ. অনেক বড় মাপের দাঈ ছিলেন। আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব ছিলেন। তার দ্বীনি খেদমতও ছিলো বিশ্বজনীন। পৃথিবীর নানান প্রান্তে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে ছুটে গেছেন। মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন এবং দ্বীন শিখিয়েছন। আল্লাহ তায়ালা তার দ্বীনি খেদমতকে কবুল করে নিন।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে কখনও দেখিনি। কিন্তু মানুষের কাছে অনেক আলোচনা শুনেছি। যা শুনেছি ভালোই শুনেছি। আল্লাহ তায়ালা তার ভালো কাজগুলো কবুল করে নিন এবং কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমা করে দিন। জান্নাতে তার উচ্চ মর্যাদা কামনা করছি। আমিন।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীও হাজি আবদুল ওয়াহাব রহ.-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘তার মৃত্যুতে মুসলিম বিশ্ব একজন দরদি অভিভাবক হারিয়েছে। মুসলিম বিশ্বের ইতিহাসে তার অবদান চির স্মরণীয় হবে থাকবে বলে আমার বিশ্বাস।’

হাজি আবদুল ওয়াহাব রহ.-এর স্মৃতিচারণ করে বলেন, ‘টঙ্গীর বিশ্ব ইজতেমায় হাজি আবদুল ওয়াহাব রহ.-এর আমার একাধিক বার সাক্ষাতের এবং বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে৷’

তিনি মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহ.-এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন।একবার তিনি আমাকে জিজ্ঞাস করলেন মুফতি ফয়জুল্লাহ রহ.-এর নিকটেও কোন কিতাব পড়েছি কিনা? আমি জানালাম, মুফতি ফয়জুল্লাহ রহ.-এর নিকট কোন কিতাব পড়ার সুযোগ হয়নি৷ তবে তাকে আমি দেখেছি, তার আলোচনা শোনার সুযোগ হয়েছে। তার বিশেষ বৈঠকেও একাধিক বার বসেছি। এসব শুনে তিনি অত্যন্ত খুশি হন।

আল্লামা বাবুনগরী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে তার দরজা বুলন্দির দোয়া করেন।

পূর্ববর্তি সংবাদঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার 
পরবর্তি সংবাদসংখ্যালঘু ‘তত্ত্বের’ ব্যবসা আবার জমজমাট