আগাম নির্বাচনী প্রচার সামগ্রী না সরানোয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি’র

ইসলাম টাইমস ডেস্ক : ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যারা পোস্টার-ব্যানার সরায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া পৌরসভা উপজেলা-জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের সহায়তায় এগুলো নামিয়ে ফেলা হবে। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে জরিমানা করতে নির্দেশ দেওয়া হবে।

সোমবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগাম নির্বাচনী পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার জন্য নিজ খরচে সংশ্লিষ্টদের আমরা বলেছিলাম ।গতকাল (রবিবার) ছিল শেষ দিন। যারা এখনও সরারননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাগানো আগামী নির্বাচনী সামগ্রী না সরানোয় দোষীদের বিরুদ্ধে জরিমানার জন্য নির্দেশনা দেবে নির্বাচন কমিশন। তবে দোষী প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে না।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জের সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: নূর হোসেন, তারেক সাঈদসহ ১৫ জনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদতারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণ আচরণবিধি লঙ্ঘন নয় : ইসি