মাওলানা ইউসুফ সুলতান ।।
সফল নেতৃত্বের অন্যতম একটি গুণ হলো, সব সফলতার ক্রেডিট অধীনস্থ বা টিম মেম্বারদের দেয়া। আর সব ব্যর্থতার দায়ভার নিজের ঘাড়ে নেয়া।
সকাল-বিকাল ট্রল করে, অন্যকে অপমান করে, অন্যের ঘাড়ে সব দোষ চাপিয়ে, কিংবা অন্যের বিপদে হাস্যরস করে যে প্রজন্ম বেড়ে উঠছে, তারা কীভাবে আগামীতে নেতৃত্ব দিবে! পরিবার, সমাজ, রাষ্ট্র বা ধর্মীয় ক্ষেত্রে!
অন্যকে দোষ দেয়া সহজ, তা সাধারণের কাজ। অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে সবাইকে নিয়ে সামনে চলা কঠিন, তা অসাধারণরাই পারে, মানুষ তাদেরকেই নেতৃত্বের আসনে দেখতে চায়।
