ইসলাম টাইমস ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশ কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেখানকার মুসলমানদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।
চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার হামি শহরের সরকার এই নির্দেশনাবিষয়ক নোটিশ প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চীন উইঘুর মসুলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহল ব্যাপক সরব হয়ে ওঠায় দেশটি সমালোচনার মুখে পড়েছে।
আগস্ট মাসে জাতিসংঘ জানিয়েছিল, গণ-বন্দীশিবিরে ১০ লাখ বা তার বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে গোপনে আটকে রাখা হয়েছে বলে বিশ্বস্ত রিপোর্ট পাওয়া গেছে।
গণহারে বন্দীশিবিরে আটকে রাখা ছাড়াও চীনের সরকার মানুষের প্রাত্যহিক ধর্মীয় আচরণকে সীমিত রাখার বিধিনিষেধও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা।
