ইসলাম টাইমস ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন খালেদার জিয়ার আইনজীবীরা। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা স্থগিত ও জামিন আবেদন করেছেন।
সোমবার (১৯ নভেম্বর) খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রায় ১৪০০ পৃষ্ঠার আপিল ফাইল করা হয়েছে। এখন যথাযথ নিয়ম অনুসরণ করে মামলা কার্যতালিকায় এলে শুনানি হবে। আপিল আবেদনে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা স্থগিত, বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বাতিল এবং এ মামলায় যেহেতু খালেদা জিয়া হাইকোর্ট বিভাগে (মামলা চলাকালে) জামিন ছিলেন, তাই তার জামিন চাওয়া হয়েছে।’
