তাজমহলের মসজিদে ঢুকে সম্পাদন হল পূজা

ইসলাম টাইমস : গতকাল রবিবার (১৮ নভেম্বর) ভারতে আন্তঃরাষ্ট্র হিন্দু পরিষদের কয়েকজন নারীকর্মী তাজমহলে অবস্থিত মসজিদে ঢুকে গঙ্গাজল ছিটিয়ে পূজা সম্পাদন করে। হিন্দু পরিষদের নেতাদের মতে, এই মসজিদটি ছিল শিবের মন্দির। সুতরাং এখানে পূজা করার অধিকার তাদের রয়েছে।

দলের (মহিলা) জেলা সভাপতি মীন দিবাকর বলেন, ‘আজকে আমরা আমাদের তাজমহলে পূজা করেছি। এটি পরিষ্কার করার জন্য গঙ্গাজল ছিটিয়েছি। কিছু মানুষ নামাজ পড়ে এটিকে অশুচি করে দিয়েছে।’

তিনি আরও বলেন, মুসলিমরা যদি কোরআন গ্রহণ করে এবং নামাজ পড়তে পারে, তবে কেন আমরা আমাদের পূজা করতে পারবো না?

স্থানীয় মুসলমানদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখে দিয়েছে। মসজিদের ইমাম সাদিক আলী বলেন, মসজিদে ধর্মীয়ভাবে পূজা করা সম্পূর্ণরূপে ভুল। তিনি বলেন, যারা এ কাজ করল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

শুক্রবার বাদে তাজমহলের মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করেছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)। তবে শুক্রবারের নামাজে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন।

সূত্র : ইন্ডিয়া টাইমস

পূর্ববর্তি সংবাদভারতে এবার মহিষ পরিবহনেও ছুরিকাঘাত, উল্টো মামলা
পরবর্তি সংবাদতিকরিতে গাড়িবোমা হামলা, নিহত পাঁচজন