ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির নির্বাচনী কার্যক্রমে তারেক রহমানের অংশগ্রহণের ব্যাপারে সিন্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে আজ বৈঠকে বসছে ইসি।
সোমবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে, রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে এ-সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ অভিযোগ করে বলে, বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির মনোনয়ন প্রার্থীদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে তারেক রহমানের বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না। সুতরাং তারেকের এই কাজ সর্বোচ্চ আদালতের আদেশের লঙ্ঘন এবং আদালত অবমাননার সামিল।
