নির্বাচনে তৎপর ভারত, বি চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত শ্রিংলা

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত এতো দিনের নীরবতার পর সক্রীয় হয়ে উঠেছে। আজ নির্বাচন নিয়ে আলোচনা করতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় উপস্থিত হয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এ সময় তাকে স্বাগত জানান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী।

বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছেন।

ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (১৯ নভেম্বর) দুপুরে বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসভবন মায়া-বি’তে বৈঠকে বসেছেন।

তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। পরে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

বৈঠকে বি. চৌধুরী ছাড়াও উপস্থিত আছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী। আর শ্রিংলার সঙ্গে রয়েছেন হাই কমিশনের একটি প্রতিনিধি দল।

পূর্ববর্তি সংবাদতাকওয়া কীভাবে হাসিল করবো?
পরবর্তি সংবাদজিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার জামিন চেয়ে আপিল