ভারতে এবার মহিষ পরিবহনেও ছুরিকাঘাত, উল্টো মামলা

ভারতে গোরক্ষক দলের কিছু লোক এক সহকারী  ট্রাক চালককে মহিষ পরিবহনের দায়ে ছুরিকাহত করেছে। গত শনিবার (১৭ নভেম্বর) মোস্তফা সিপাই ও তার সহকারী  জহির কুরেশি ভারুচ থেকে ৩০টি মহিষের বাচ্চা নিয়ে দেসাতে যাচ্ছিলেন। তারা যখন  আহমেদাবাদের রামোল এলাকা অতিক্রম করছিলেন, তখন চার-পাঁচজন ব্যক্তি লাঠি হাতে তাদের পথ রোধ করে এবং ট্রাকটি থামাতে বলে।

কাছেই একটি পুলিশের গাড়ি দেখতে পেয়ে ট্রাকের চালক থেমে যান। কিন্তু সেসময় দুই ব্যক্তি তার সহকারী জহির কুরেশিকে ছুরিকাঘাত করতে থাকে। এমন অবস্থায় চালক মোস্তফা সিপাই কোনওমতে পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে ‘ গো রক্ষক দল’ –এর এক সদস্য গোহিল নামের একজন ব্যক্তি মোস্তফা সিপাই এবং জাহির কুরেশির বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই মামলা প্রাণি নির্যাতনবিরোধী আইনের ধারা মোতাবেক গ্রহণ করেছে।

সূত্র: এনডিটিভি, নিউজ করনাটেক

পূর্ববর্তি সংবাদদেশজুড়ে সংস্কার হচ্ছে আড়াই হাজারের বেশি জরাজীর্ণ ডাকঘর
পরবর্তি সংবাদতাজমহলের মসজিদে ঢুকে সম্পাদন হল পূজা