জেল থেকে ছাড়া পেলেন শহিদুল আলম

ইসলাম টাইমস ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলম জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

ঢাকার জেলার মাহবুবুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলোকচিত্রী শহিদুল আলম গত আগস্টে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন।

এ ঘটনায় গত ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে রমনা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচনে হেফাজতকে জড়াবেন না : আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদগণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপা ও যুক্তফ্রন্ট