টেকনাফে মাদকবিরোধী অভিযান, দুই মাদক কারবারী নিহত

ইসলাম টাইমস ডেস্ক : মঙ্গলবার ভোর চারটার দিকে টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছে  বলে জানা গেছে। এদিকে র‌্যাবের দাবি, এ অভিযানে তাদের দুই সদস্যও আহত হয়েছে। র‌্যাব মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, ১ লাখ ইয়াবা, দুটি অস্ত্র  ও ৮ রাউন্ড বুলেট উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর চারটার দিকে র‌্যাব-৭ এর একটি দল স্থল বন্দরের উত্তর পাশের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি করছিল।

এ সময় মাদক কারবারীরা একটি ট্রাক থেকে গুলিবর্ষণ করে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে আশিক জাহাঙ্গীর (৪০) ও আরিফ হোসেন ৩১ ঘটনাস্থলে নিহত হয়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদেরকে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-৭  টেকনাফের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তি সংবাদসুনামগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ: আহত ২০
পরবর্তি সংবাদবিটিআরসি চেয়ারম্যানের দাবি, স্কাইপ বন্ধ করা হয়নি