বিটিআরসি চেয়ারম্যানের দাবি, স্কাইপ বন্ধ করা হয়নি

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, বিটিআরসির পক্ষ থেকে স্কাইপ বন্ধ করা হয়নি। সোমবার রাত ১২টায় বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে  তিনি এ দাবি করেন। তিনি বলেন, অন্য কোনো কারণে স্কাইপ বন্ধ হতে পারে। বিটিআরসির পক্ষ থেকে এটি বন্ধ করা হয়নি।

উল্লেখ্য, সোমবার সরকার নিয়ন্ত্রিত সংস্থা বিটিআরসি ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপ সেবা বন্ধ করে দেয় বলে অভিযোগ করে বিএনপি। গণমাধ্যমেও স্কাইপ বন্ধ করা নিয়ে খবর প্রচার হয়।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বিটিআরসি স্কাইপ বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কাইপ সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো বিটিআরসি।

পূর্ববর্তি সংবাদটেকনাফে মাদকবিরোধী অভিযান, দুই মাদক কারবারী নিহত
পরবর্তি সংবাদআমেরিকায় হাসপাতালে হামলা, নিহত ৪