ইসলাম টাইমস ডেস্ক : মাগুরা শহরের সাহা পাড়া এলাকায় বিষাক্ত মদপান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সাহাপাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে অলিপ চক্রবর্তী (৩৪) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পরিমল অধিকারীর ছেলে পলাশ অধিকারী (৩৫)।
নিহতের অাত্মীয় লিটন সাহা জানান, পূজার বিসর্জন উপলক্ষে গত রোববার রাতে শহরের নতুন বাজার এলাকায় বিষাক্ত মদপান করে দু’জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৭টায় পলাশ অধিকারী ও ১১ টায় অলিপ চক্রবর্তী মারা যান।
মাগুরা ২৫০ শয্যা হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য তাদের লাশ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
