ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মহাজোট বা অন্য যে কোনো জোটে যাক না কেন দলের নেতা-কর্মীরা তা নেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওরাদার । তিনি বলেন, বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত।
আজ মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার আগে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় এরশাদ নির্ভুল পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ আজ পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় উপস্থিত ছিলেন।
গত ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়। জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
