স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার জনবল ও বেতন কাঠামোর নীতিমালা প্রণয়ন

ইসলাম টাইমস ডেস্ক : অবশেষে স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল ও বেতন কাঠামো সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত নীতিমালাটি আজ মঙ্গলবার (২০ নভেম্বর) প্রকাশ করা হয়।

নীতিমালায় জনবল কাঠামো ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রধানসহ চারজন শিক্ষক থাকবেন। এদের মধ্যে একজন এতবেদায়ি প্রধান, দুইজন এবতেদায়ি সহকারী শিক্ষক এবং এবতেদায়ি ক্বারী শিক্ষক একজন।

নীতিমালা অনুযায়ী, এবতেদায়ি শিক্ষকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। উপজেলা এবতেদায়ি মাদরাসা শিক্ষা কমিটির মাধ্যমে শিক্ষকরা নিয়োগ পাবেন। প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ফাজিল পাস বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমান ডিগ্রি। সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে আলিম পাস। সহকারী ক্বারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে আলিম (বিজ্ঞান) অথবা এইচএসসি (বিজ্ঞান)। শিক্ষক নিয়োগের বয়স হতে হবে অনুর্ধ্ব ৩৫ বছর। তবে ইনডেক্সধারী হলে বয়স শিথিলযোগ্য।

ইবতেদায়ি মাদরাসা ব্যবস্থাপনায় থাকবে ম্যানেজিং কমিটি বা অর্গানাইজিং কমিটি।

স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার অনুমোদন নিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। মাদরাসা শিক্ষা বোর্ড পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি দেবে। শর্তপূরণ করে দুই বছর শেষে আবেদন করা যাবে। পাঠদানের অনুমতি পাওয়ার চার বছরের মধ্যে একাডেমিক স্বীকৃতি না পেলে পাঠদানের অনুমোদন বাতিল হয়ে যাবে। একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর শিক্ষকরা বেতন-ভাতার জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, শিক্ষকদের মধ্যে দুই জন মহিলা শিক্ষিকা নিয়োগেরও শর্ত রয়েছে।

পূর্ববর্তি সংবাদএবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজাতক উদ্ধার
পরবর্তি সংবাদবিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার