ইসলাম টাইমস ডেস্ক : বিক্রি করে দেওয়া ১২ দিনের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার রাতে ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, পাইকপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী জেসমিন আক্তারের ১০ বছরের সংসার জীবনে ২টি কন্যা সন্তান হয়। সর্বশেষ গত ৭ নভেম্বর জেসমিন আক্তারের একটি কন্যা সন্তান হয়। পরপর তিন কন্যা সন্তান হওয়ায় রবিউল ক্ষিপ্ত হয়ে স্ত্রী জেসমিনকে ১৬ নভেম্বর তালাক দেয় এবং পরদিন শনিবার স্থানীয় এক দম্পতির কাছে সদ্যজাত কন্যা শিশুকে বিক্রয় করে দেয়।
এ খবর জানতে পেরে জেসমিন আক্তার থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে থানা পুলিশ ওই শিশু কন্যাকে উদ্ধার করে তার মা জেসমিন আক্তারের কাছে ফিরিয়ে দেয়।
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পাবার পর বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে রবিউলকে খুঁজে পাওয়া যায়নি।
