ইসলাম টাইমস ডেস্ক : ভারত শাসিত বঙ্গোপসাগরের আন্দামানে খ্রিস্টধর্মপ্রচারক এক যাজক আততায়ীদের হাতে খুন হয়েছেন। নিহত যাজক মার্কিন নাগরিক। তবে এখনও পর্যন্ত তাঁর লাশ উদ্ধার হয়নি । বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
বুধবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে খুনের মামলা দায়ের করা হয়েছে। ওই খ্রিস্টধর্ম প্রচারকারীকে সংরক্ষিত নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ মৎসজীবীকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত ওই মার্কিন নাগরিকের নাম জন অ্যালেন চাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গির্জার যাজক ছিলেন তিনি। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত করতেন। সেন্টিনেল প্রজাতির মানুষের সঙ্গে নিজের থেকে কথা বলতেন। চেষ্টা করতেন তাঁদের খ্রিষ্টান বানাতে।
‘আন্দামান শিখা’ সংবাদপত্রের দাবি, অতীতে মোট পাঁচবার আন্দামান ঘুরে গিয়েছিলেন জন। দেখা করতে চেয়েছিলেন আদিবাসী নেতাদের সঙ্গে। যাতে তাঁদের খ্রিষ্টান বানাতে পারেন।
মৃত্যুর আগে গত পাঁচদিনে একাধিকবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে গিয়েছিলেন এই খ্রিস্টান যাজক।
গত বুধবারও নাকি নর্থ সেন্টিনেল আইল্যান্ডে ঢোকার চেষ্টা করেন অ্যালেন। কিন্তু বিফল হন। দু’দিন পর ফের স্থানীয় মৎসজীবীদের সাহায্যে সেখানে হাজির হন তিনি।
ওই মৎসজীবীদের গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে ইতিমধ্যেই জানা গেছে, গত শুক্রবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে তাদের নৌকো থেকে নেমে যান অ্যালেন। ছোট ডিঙি নিয়ে একাই দ্বীপটির দিকে এগিয়ে যান। সেখানে পৌঁছানো মাত্রই ঝাঁকে ঝঁকে তীর উড়ে আসে তাঁর দিকে। তা সত্ত্বেও হাঁটা থামাননি তিনি। এরপর তাঁকে বালির উপর ফেলে, গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে সমুদ্র সৈকতের দিকে নিয়ে যেতে শুরু করে একদল আদিবাসী মানুষ।
