এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ৩ গুণ

ইসলাম টাইমস ডেস্ক : সরকারি ও বেসরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী এ বছর রাজধানী ঢাকায় ডেঙ্গুর জ্বরের প্রকোপ বেড়েছে তিনগুণ। এ বছরের অক্টোবর মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

২০০০ সালের পর এ বছরই সবচেয়ে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।

ঢাকায় গত বছর প্রথম চার মাসে ৬৮ জন ডেঙ্গু রোগী পাওয়া যায়-এবছর ২৫৪ জন। গবেষকরা বিশ্বাস করেন প্রকৃত সংখ্যা আরো বেশি।

এডিস মশা দ্বারা ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়ায়। চার ধরনের ডেঙ্গু ভাইরাস আছে। সবচেয়ে ঝুঁকি বেশি হেমোরেজিক। সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা না হলে এতে মৃত্যুর আশঙ্কা থাকে।

বৃষ্টিপাত, তাপমাত্রা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এডিস মশার বিস্তার হয়।

পূর্ববর্তি সংবাদস্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পাচ্ছে কলকাতা!
পরবর্তি সংবাদসরকারি কর্ম কমিশনের নামে জাল চিঠি!