ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রানি রায় শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশ মান্য করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে নিয়েছে পুলিশ।
জেলার ফটিকছড়ি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক ছাত্রলীগ নেতার করা মামলাসহ চারটি মামলায় আদালতে হাজির হন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত না নাকচ করে দেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের একাধিক আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।
