ভোটকেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। তারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষায় কথা বলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বলছে- নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৫শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?

পূর্ববর্তি সংবাদইসির ১২ দফা নির্দেশনা : পুলিশকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করতে নিষেধ করলেন সিইসি
পরবর্তি সংবাদবিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী কারাগারে