ইসলাম টাইমস ডেস্ক : এবার জাল ও ভুয়া চিঠি ইস্যু করা হলো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নামে। ওই চিঠিতে সরকারি সকল শূন্য পদের নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে।
পিএসসির উপ-সচিব সুব্রত কুমার দে স্বাক্ষরিত জাল চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সকল মন্ত্রণালয়, অধিদপ্তরের অধীন শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচনের তফসিল ঘোষণার কারণে স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে, প্রাপ্ত কাগজপত্র ও তথ্যাবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ স্থগিত করা হলো। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেয়ার জন্য বলা হয়।’
পিএসসি বলছে, প্রকৃতপক্ষে কমিশন এ ধরণের কোনো চিঠি ইস্যু করেনি। কিন্তু একটি চক্র পিএসসির নাম ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে এই ভুয়া চিঠি ইস্যু করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
