স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পাচ্ছে কলকাতা!

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো মুসলিম মেয়র পেতে যাচ্ছে কলকাতা। পরকিয়া কেলেঙ্কারিতে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ ছাড়ার পর এ দায়িত্ব পেতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ ফিরহাদ হাকিম। তবে পৌর কমিশনার খলিল আহমেদের নামও শোনা যাচ্ছে অন্যদের মতো।

ফিরহাদ হাকিম বর্তমানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সেই দিক দেখলে এই সিদ্ধান্তে পুরসভার কাজের সুবিধেই হবে। একই সঙ্গে এক ছাতার তলায় শহরের নানা দায়িত্ব তিনি পালন করতে পারবেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবেও ফিরহাদ হাকিমকে নির্বাচন করা মমতার মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে নতুন ডেপুটি মেয়র হবেন অতীন ঘোষ।

ফিরহাদ হাকিম মেয়র হলে তা হবে নতুন ইতিহাস। কেননা স্বাধীনতার আগে বহু মুসলিম কলকাতার মেয়র হলেও স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনও মুসলিম মেয়র হননি।

সূত্র : টিডিএন বাংলা

পূর্ববর্তি সংবাদনির্বাচনী দায়িত্ব থেকে ৯০ সরকারি কর্মকর্তার অব্যহতি চায় বিএনপি
পরবর্তি সংবাদএ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ৩ গুণ