ঐক্যফ্রন্টের ইশতেহার হতে পারে রোববারেই

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আগামী রোববারের মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সমন্বয় কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচন কমিশন এখনো ২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি। এমন কোনো দিন নেই যে বাড়িতে হামলা হচ্ছে না,  তল্লাশি চালানো হচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হবে।’

তফসিল ঘোষণার পরও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবি করেন বুলু।

পূর্ববর্তি সংবাদএই শীতে ত্বক ফাটা কমানোর সাত উপায়
পরবর্তি সংবাদহিন্দু বৃদ্ধাকে রাস্তায় ছুড়ে ফেলল সন্তানরা, ঠাঁই দিল এক মুসলিম পরিবার