পাকিস্তানের ওরাকজাই জেলার কালায়া বাজার এলাকায় আজ শুক্রবার (২৩ নভেম্বর) এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। পাকিস্তানের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মাজারি হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, ইমামবারগাহ এলাকার কাছে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহতদেরকে কোহাটের কেডিএ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছে, বিস্ফোরণের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রদেশকে শান্তিপূর্ণ দেখতে শত্রুদের ভালো লাগে না।’
এর আগে শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেট ভবনের কাছে বন্দুকধারীর হামলা হয়। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়। এরমধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারী।
