ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় সাদপন্থী ও স্থানীয় তাবলিগের সাথীদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মাগরিবের নামাজের পর তাবলিগের ‘গাশত’কে কেন্দ্র করে ফরিদাবাদ মাদরাসার মসজিদে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিস্তারিত জানতে চেয়ে ইসলাম টাইমস-এর পক্ষ থেকে ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ আসরের নামাজের পর মসজিদ থেকে এলাকার তাবলিগি সাথী ও মাদরাসার ছাত্ররা এলাকায় দাওয়াত দেয়ার জন্য গাশতে গেলে এলাকার সাদপন্থী বলে পরিচিত ফয়সাল ও তাইফুর তাদের বাধা প্রদান করে এবং গাশত না করেই মসজিদে চলে যেতে বলে।
মাগরিবের নামাজে ফয়সাল ও তাইফুর মসজিদে এলে এলাকার তাবলিগি সাথীরা তাদের সঙ্গে বিবদমান বিষয়টি নিয়ে কথা বলতে মাদরাসার দফতরে আসতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে এলাকার অন্য সাদপন্থীদের কাছে খবর পাঠায় এবং সবাইকে মাদরাসায় জড়ো হতে বলে।
এই ঘটনার প্রেক্ষিতে মসজিদ প্রাঙ্গণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হট্টগোলের ঘটনাও ঘটে। ধর্মীয় বিষয় নিয়ে এভাবে মসজিদ-মাদরাসায় এলাকাবাসীকে ডেকে এনে হট্টগোল সৃষ্টির পেছনে সাদপন্থীদের দুরভিসন্ধি ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ঘটনা জানতে পেরে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়, আগামীকাল শনিবার (২৪ নভেম্বর) মাগরিবের পর উভয় পক্ষের উপস্থিতিতে বিবদমান বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ছবি: সংগৃহীত
