দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে রাস্তা পার হওয়ার সময়ে ২১ বছরের এক ফিলিস্তিনি তরুণের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, রাশেদ আবু আরাম নামের ওই তরুণকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ওই তরুণ মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে পিআরসিএস।
এর আগে বৃহস্পতিবার সকালে সামরিক যান নিয়ে হেবরন শহরে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। হেবরনে প্রায় দুই লাখ ফিলিস্তিনির বাস। এর মধ্যে কঠোর সামরিক পাহারায় সেখানে বসবাস করে শত শত ইসরায়েলি নাগরিক।
মুসলিমদের বিশ্বাস অনুযায়ী, হেবরন শহরে তাদের নবী ইব্রাহিম আ.-এর সমাধিস্থল রয়েছে। শহরে রয়েছে ইব্রাহিমি মসজিদ। মুসলমান ও ইহুদি দুই ধর্মের মানুষের কাছে পবিত্র ওই স্থাপনার কারণে দীর্ঘদিন সহিংস উত্তেজনার বাইরে থেকেছে হেবরন শহর।
১৯৯৪ সালে ইব্রাহিমি মসজিদে হামলা চালিয়ে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করে মার্কিন বংশোদ্ভূত ইসরাইলি দখলদার নাগরিক বারুচ গোল্ডস্টেইন। ওই ঘটনার পর মসজিদটিকে দুই ভাগ করে এক অংশকে একটি সিনাগগে পরিণত করা হয়। সম্প্রতি ওই শহরে ইহুদিদের বসতি সম্প্রসারণ করে চলেছে ইসরাইল।
