‘লেটস টক’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (২৩ নভেম্বর) তরুণদের সঙ্গে মতবিনিময় করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে শুনবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।

বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে।

বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ কোনও প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন।

সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তরুণদের সঙ্গে সংযুক্ত থাকতে চেষ্টা করেন। সেজন্য তিনি তার কাছে সাধারণ মানুষের লেখা চিঠি পড়েন এবং নিয়মিত  সেগুলোর উত্তর দেন।

 

পূর্ববর্তি সংবাদইলেক্ট্রনিক ভোটিং মেশিন বিষয়ে সিদ্ধান্ত দুয়েকদিনের মধ্যে, বললেন সিইসি
পরবর্তি সংবাদপাকিস্তানের ওরাকজাই জেলায় বিস্ফোরণে ৩০ জন নিহত