২ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ২০১৯ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০১৯ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার ২২ নভেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)  সময়সূচিটি পাওয়া যাচ্ছে।

এতে পরীক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন বহন করতে ও ব্যবহার করতে পারবে না।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না।

শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

পূর্ববর্তি সংবাদতাবলিগ জামাত : এক নিঃশব্দ আন্দোলন
পরবর্তি সংবাদসাঁতার না জানায় নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ