নির্বাচন কমিশন ও প্রশাসন প্রকাশ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে মাওলানা ইসহাক বলেন, ‘নির্বাচনে জনগণের ভোট ছিনতাইয়ের নীল নকশা করা হচ্ছে। কিন্তু জনগণ ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। ভোট বিপ্লবের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী আচরণের সমুচিত জবাব দেবে। জালিমের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রে মহানবী (সা.) এর জীবনাদর্শ বাস্তবায়ন করতে হবে। খেলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জান-মাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হতে হবে। এমপি পদে নমিনেশন নিতে ঢাকায় আসা বিএনপি নেতার লাশ পাওয়া গেল বুড়িগঙ্গায়। এই হলো দেশের আইনশৃঙ্খলার অবস্থা।’
খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ‘ইনসাফ প্রতিষ্ঠায় মহানবী সা.- এর অবদান’ শীর্ষক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম প্রমুখ।
