ইসলাম টাইমস ডেস্ক: গতকাল শুক্রবার (২৩ নভেম্বর) দক্ষিণ ইরাকের শিরকত এলাকায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট প্লাবনে কমপক্ষে ৯ জন নিহত এবং ১ হাজার লোক গৃহহীন হয়েছে বলে জানিয়েছে ইরাকের বিভিন্ন বার্তাসংস্থা।
ভিডিও ফুটেজে দেখা যায়, শিরকত এলাকার লোকজন ছোট ছোট ডিঙ্গিতে করে ঘর ছেড়ে চলে যাচ্ছেন।
স্থানীয় মেয়র আলী আদ দুদ বলেন, প্রায় তিন হাজার লোক ঘরবাড়ি হারিয়েছে। দুর্গতদের উদ্ধারের জন্য হেলিকপ্টারের আবেদন করেছেন তিকিরিতের সরকারি কর্মকর্তাগণ।
অতি সম্প্রতি অস্বাভাবিক বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ইরাকের নতুন সরকারের উপর খুব চাপ সৃষ্টি করেছে। বিশেষত সেসব এলাকার অবস্থা আরো শোচনীয় যেগুলো আগ থেকেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত।
সূত্র:মিডল ইষ্ট মনিটর
