ইসলাম টাইমস ডেস্ট : দক্ষিণ আফ্রিকায় আবারও এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে।
আবদুর রহিম (৩০) নামের এই বাংলাদেশি ব্যবসায়ীকে দেশটির প্রিটোরিয়ার সোহানবাগ শহরে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে নিহতের আত্মীয় আশরাফুজ্জামান গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে।
এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগসহ বেশ কিছু বাংলাদেশি প্রবাসীকে দেশিটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
