নির্বাচন কমিশন ও পুলিশ একজোট হয়েছে ঐক্যফ্রন্টের বিরুদ্ধে : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিয়োগ করে বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ কর্মকর্তারা একজোট হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে বৈঠক করেছেন।

রিজভী বলেন, প্রশাসন ও পুলিশে কর্মরত বিতর্কিত ও দলবাজ কর্মকর্তাদের প্রত্যাহার করতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে চিঠি দেওয়া হয়েছিল। অন্যান্য বিরোধী দলগুলোর পক্ষ থেকেও বিতর্কিতদের সরানোর আহবান জানানো হয়। এ অবস্থায় সিইসির এ ধরনের বক্তব্যে দলবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠকে সিইসির নির্দেশনা এবং উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তার বক্তব্যে মনে হয় উভয় পক্ষই সরকারের অনুকূলে একতরফা নির্বাচনের একটা গোপন ছক তৈরি করে রেখেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদগুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া নিয়ে বসবেন ইসি
পরবর্তি সংবাদআগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে : ওবায়দুল কাদের