ইসলাম টাইমস ডেস্ক: শনিবার (২৪ নভেম্বর) ভোর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত নূরজাহান বেগম (৭০) উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ওসি আজমল হুদা বলেন, শনিবার ভোরে তার নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।
কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
বৃদ্ধার ছেলে বারেক শেখ সাংবাদিকদের বলেন, তার মেয়ে ও মা একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। বয়স হওয়ায় তার মা ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন। রাত সাড়ে তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের খেতে ফুলকপি কাটতে যান বারেক শেখ। প্রায় আধা ঘন্টা পর তাঁরা খবর পান যে তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর তারা ছুটে আসেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রাথমিকভাবে তাঁরা কিছুই ধারণা করতে পারছেন না।
জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পুলিশ খুনি ধরার চেষ্টা করছে। লাশ ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
