আলমাস আবদুল্লাহ ।।
আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। ইসরাইলি সৈন্যরা নির্মমভাবে শহিদ করে ফিলিস্তিনি তরুণ হাফেজ আবু যানাতকে।
আবু যানাতের নিথর দেহটাও তাদের পাশবিকতা থেকে মুক্তি পায়নি।
আজ এতো বছর পরে আবু যানাতের কংকাল তারা ফেরত দিয়ে যেনো এই জালিমরা বিশ্বের মুসলিমদের সাথে আরেকটা পৈশাচিক খেলায় মেতে উঠলো।
ফিলিস্তিনে এখনও রক্ত ঝরছেই।
এখনও মায়ের বুক খালি হচ্ছে; বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে। কত পরিবারের স্বপ্নসাধ নিমিষে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। ভাইবোনের বাঁধন ছিড়ে যাচ্ছে। ফুলের মতো শিশুদেরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে।
আমাদের নির্বিকার চাহনি যেনো এসব যালিমদেরকে তামাশার আগ্রাসী ইন্ধন যুগিয়ে যাচ্ছে।
এতো রক্তের দায়শোধ কীভাবে হবে, তা ভাবতেই আমি নির্বাক হয়ে যাচ্ছি।
ছবিতে দেখা যাচ্ছে, ৩৫ বছর পরে ফিরে পাওয়া আবু যানাতের কংকাল দেহে তার বৃদ্ধ পিতা বিদায়ের চুম্বন এঁকে দিচ্ছেন। অথচ এই বিদায় দেওয়ার কথা ছিলো আরো ৩৫ বসন্ত আগেই।
আমরা এতোই অপারগ!!
