ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে আসন ভাগাভাগির বৈঠক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জোটবদ্ধভাবে’ লড়তে শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসেছে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতৃত্ব।

রোববার (২৫ নভেম্বর) বেলা ১২টায় মতিঝিলে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক শুরু হয়েছে।

কামাল হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহমিন মন্টু, সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর।

বিএনপি ইতিমধ্যে ৩০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ করেছে।

দলের স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় ঐক্য ফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের সাথে তারা বৈঠক করে আসন বন্টনের বিষয়টি ফয়সালা করবেন।

আগামী ২৮ নভেম্বর প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

পূর্ববর্তি সংবাদদুই আসন থেকে মনোনয়ন নিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিশ্বব্যাপী মুসলমানদেরকে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান রুহানীর