‘তাবলিগের ভোট’ নিয়ে মনোনয়নে মরিয়া ইরতেজা : শিঁকে কি ছিড়বে?

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় টিকিট নিশ্চিত করতে শেষ চেষ্টা চালিয়েছেন ড. কাজী ইরতেজা হাসান। তার ভাগ্যে শিকে ছিড়বে কিনা সেটা আজ সন্ধ্যার মধ্যেই জানা যাবে।

তবে শেষ চেষ্টা হিসেবে কাজী ইরতেজা নির্বাচনকে কেন্দ্র করে তাবলিগ জামাতকে রাজনীতিতে টেনে আনার চেষ্টা করেছেন। এর আগে সাতক্ষীরা-২ এলাকার তাবলিগ জামাত এবং আহলে হাদিসপন্থীদের নিজের ভোটার দাবি করে তিনি সংবাদমাধ্যমে একাধিক বক্তব্য দিয়েছেন।

ড. কাজী এরতেজা হাসানের মতে, ছাত্রজীবন থেকে মসজিদে মসজিদে ইবাদত করে সারা জীবন কাটিয়ে আসছি। জামায়াত অধ্যুষিত সাতক্ষীরায় ২০ হাজারের মতো তাবলিগ জামায়াতের ভোট রয়েছে। আহলে হাদিসের ভোট রয়েছে আরও প্রায় ৪০ হাজার। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিলে দলীয় ভোটের সঙ্গে প্রার্থী হিসেবে ওই ভোট অনায়াসে যুক্ত হবে। সে ক্ষেত্রে নৌকার বিজয় নিশ্চিত হওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, তাবলিগ জামাতের ভোট প্রসঙ্গে নির্বাচনের মাঠে টেনে আনাটা অত্যন্ত গর্হিত কাজ। রাজনৈতিকভাবে তাবলিগকে ব্যবহারের এমন প্রচেষ্টা বাংলাদেশে এবারই প্রথম দেখা যাচ্ছে। তাবলিগ জামাত নিয়ে বিভেদের সুযোগে এক শ্রেণির স্বার্থান্বেষী মানুষ তাবলিগকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার বানাচ্ছে বলেও অভিযোগ করেন বিভিন্নজন।

এর আগে ‘ধর্ম ও ইসলাম প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক বই এবং তার সম্পাদিত দৈনিক ভোরের পাতায় শেখ হাসিনাকে তোষামোদ করে ধারাবাহিক প্রতিবেদন লিখে অল্প দিনে শীর্ষ নেতাদের নজর কাড়েন। দলীয় মনোনয়নপত্রও কিনেছেন তিনি।

পূর্ববর্তি সংবাদবাদ পড়লেন নানক
পরবর্তি সংবাদ৬১ বারের মত পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন