দুই আসন থেকে মনোনয়ন নিয়েছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসন থেকে মনোনয়ন নিয়েছেন। আসনগুলো হল গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গিপাড়া-কোটালিপাড়া) ও রংপুর-৬ ।

গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ওই দিন শেখ হাসিনার পক্ষে মনোনপত্র ক্রয় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করে দলটি। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদ৬১ বারের মত পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে আসন ভাগাভাগির বৈঠক