বাদ পড়েছেন আওয়ামী লীগের যেসব হেভিওয়েট প্রার্থী

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েছেন।

আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকেট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

বাদ পড়া হেভিওয়েট প্রার্থীরা হলেন, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

নানকের আসনে মনোনয়ন পেয়েছেন সাদেক খান ও বাহাউদ্দিন নাছিমের জায়গা ড. আবদুস সোবহান গোলাপকে দেওয়া হয়েছে। শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।

পূর্ববর্তি সংবাদমাহফিল বন্ধের সিদ্ধান্তে মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে সিইসি : মোসাদ্দেক বিল্লাহ
পরবর্তি সংবাদআওয়ামী লীগের মনোনয়নপত্র পেলেন যারা