ইসলাম টাইমস ডেস্ক : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ক্ষমতাসীনদের পাতানো একটি নির্বাচন আয়োজনের আশঙ্কা করছি। নির্বাচনের আচরণবিধি অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ খোঁড়া অজুহাত দেখিয়ে ওয়াজ-মাহফিল বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুসলিম জনতার হৃদয়ে আঘাত হেনেছে।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর সহকারী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ কথা বলেন।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলা হলেও সেটি মূলত একটি স্লোগান মাত্র। ভোটের আগেই জনগণের কাছে এটি স্পষ্ট হচ্ছে যে, এবারও ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন হতে চলেছে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং তৈরি করতে সিইসি ব্যর্থ হয়েছেন।
