মিশরে মুরসির ছেলেসহ ৯ জনের মৃত্যুদণ্ড বহাল

ইসলাম টাইমস ডেস্ক : মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলেসহ ৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সিসির সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত থেকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড পাওয়া ১৫ জনের মধ্যে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ড করা হয়েছে।

২০১৩ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের সময় সাবেক অ্যাটর্নি জেনারেলকে হত্যার অভিযোগ এ আদেশ দেয়া হয়েছে।

যে ৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তার মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে মোহাম্মদ তাহা রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনার খবরে বলা হয়েছে, কায়রোর পূর্বাঞ্চলে ২০১৫ সালের এক গাড়ি বোমা হামলায় অ্যাটর্নি জেনারেল হিসাম বারাকাত নিহত হন। নিম্ন আদালতে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। আর ৯ জনের সাজা বহাল রাখা হয়।

উল্লেখ্য, মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করেন দেশটির বর্তমান শাসক আব্দুল ফাত্তাহ আস-সিসি।

পূর্ববর্তি সংবাদছিনতাই করতে গিয়ে জাবির ৫ শিক্ষার্থী হাতেনাতে আটক
পরবর্তি সংবাদইসির কর্মকাণ্ডে শুধুই সন্দেহ বাড়ছে : জয়নুল আবেদীন