যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া : দুই দিনের হামলা পাল্টা হামলায় নিহত ৮৬

ইসলাম টাইমস ডেস্ক : গত দুই দিনে আইএসের পাল্টা হামলায় মার্কিন সমর্থিত সিরিয়ান সেনাবাহিনীর ৪৭ সদস্য এবং আইএসের ৩৯ জনসহ মোট ৮৬ জন প্রাণ হারিয়েছেন। আইএস নিয়ন্ত্রিত ওই অঞ্চলের দখল নিতে হামলা চালালে আইএসের পাল্টা আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য ন্যাশনাল’র।

খবরে বলা হয় শনিবার তিনটি পৃথক হামলা চালায় আইএস। ইসলামিক স্টেট ওই অঞ্চলের আল-বাহরা ও ঘরানজির কয়েকটি গ্রাম এবং আল-তানাক নামে দেশটির অন্যতম বাণিজ্যিক তেল খনিতে সিরিয়ান সেনাবাহিনীকে লক্ষ্য করে এ হামলা চলায়। আল-তানাক নামের ওই অঞ্চলটি সিরিয়া সেনাসদস্যদের ঘাটি হিসেবে পরিচিত।

সিরিয় বাহিনীর মুখপাত্র মুস্তফা বালি নিশ্চিত করেন, আইএস সিরিয়ান সেনা সদস্যদের লক্ষ্য করে তিনটি ভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালায়। দুই পক্ষের দিনব্যাপী চলা সংঘর্ষে সিরিয়া সেনাবাহিনীকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করে মার্কিন সমর্থিত সামরিক জোট।

শনিবারের ওই হামলায় সিরিয় সেনাবাহিনীর ২৯ সদস্য নিহত হয়। সিরিয়ান অবজারভেটরির প্রধান আবদুর রহমান বলেন, ‘এ নিয়ে গত দুদিনের যুদ্ধে আসাদ বাহিনীর কমপক্ষে ৪৭ সদস্য নিহত হলেন। এ ছাড়া ৩৯ জন আইএস প্রাণ হারিয়েছেন।

পূর্ববর্তি সংবাদহাকিম নড়লেও হুকুম যেন না নড়ে: নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সিইসি
পরবর্তি সংবাদঢাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা