একুশে টিভি ভবনে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত একুশে টিভি ভবনে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে, একটি এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি অগ্নিনির্বাপন ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে তা নেভানো সম্ভব হয়। বর্তমানে আগুন না থাকলেও প্রচুর ধোঁয়া রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদ‘বিদেশী পর্যবেক্ষক’ আনতে ইসির নানা উদ্যোগ
পরবর্তি সংবাদমিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে না নিতে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ