এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চাঁদপুরের দু’টি আদালত।

সোমবার দুপুরে মিলনের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সারওয়ার আলমের আদালতে ১৪টি মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ২টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। আর ১২টি মামলার আদেশ পরে দেয়া হবে বলে আদালত জানান।

এরপর তাকে নেয়া হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার ইউসুফের আদালতে। সেখানেও ২টি মামলার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত শুক্রবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরীর বিএনপি নেতা শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী মিলনকে আটক করে। পরদিন ১৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিলনকে ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তি সংবাদ‘ভোটে জিতে কাজ না করলে জুতাপেটা করবেন’ -প্রার্থীর ঘোষণা
পরবর্তি সংবাদনৌকা না পেয়ে গণফোরামে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ