ইসলাম টাইমস ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল। বাদ জোহর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।
বরিশালের চরমোনাই ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী বয়ানে চরমোনাইর পীর বলেন, ‘এই মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আয়োজন করা হয়নি। এটা পরকালের সম্বল অর্জনের একটি মাধ্যম। তাই যারা এখনও নিয়ত শুদ্ধ করেননি তারা নিয়ত শুদ্ধ করে নিই। নিয়ত শুদ্ধ হলে আল্লাহ তায়ালা আমাদের আমলেও বরকত দান করবেন। ইনশাআল্লাহ!’
৩দিন ব্যাপী এই মাহফিল আগামী ২৯ নভেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
