ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।
আজ সোমবার নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এবং মোবাইল ফোন অপারেটরদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান হেলালুদ্দিন আহমদ।
ইসি সচিব বলেন, ‘ভোট নিয়ে প্রোপাগান্ডা, গুজব, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করার উদ্দেশ্যে ফেসবুকসহ সোশাল মিডিয়া ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ দিয়েছি।’
ইসি সচিব আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারিতে থাকবে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
